আরও একবার দুর্ঘটনার কবলে বন্দে ভারত

চালু হওয়া থেকেই একের পর এক দুর্ঘটনা যেন লেগেই আছে। কিছুতেই যেন দুর্ঘটনা মুক্ত হচ্ছে না দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। কখনও দুস্কৃতিরা ইঁট পাথর ছুঁড়ে ট্রেনের ক্ষতি করার চেষ্টা করছে তো কখনও আবার ষাঁড়ের সাথে ধাক্কা লেগে ট্রেনের বনেট ভেঙে পড়ছে। আর এবার নাকি একটি কোচে আগুন ধরে গেল।

সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগায় ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার সকালেই ভোপাল থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রাপথেই একটি কামরায় হঠাৎ আগুন ধরে যায়। খবর পৌঁছানো মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। ইতিমধ্যেই কোচের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়েছে।

এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা এলাকায়। প্রাথমিক তদন্ত অনুসারে, ব্যাটারি বক্সে প্রথম আগুন দেখা যায়। যদিও, ব্যাটারি বক্সে আগুন কীভাবে লাগলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।