আবারও বড় ধাক্কা খেতে হল কংগ্রেস নেতা কমলনাথকে

আবারও বড় ধাক্কা, আয়কর বিভাগের বিরুদ্ধে মামলা করে এর আগে একবার ধাক্কা খেতে হয়েছে কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে। এবার আরও একবার একই ঘটনা। হিসেব বহির্ভূত টাকা নিয়ে তদন্ত আয়কর বিভাগ দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

২০১৯ সালের এপ্রিল মাসে হিসেব-বহির্ভূত টাকার উৎস খুঁজতে আয়কর দফতর কলকাতা, ইন্দোর, ভোপাল-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। সেই সময় আয়কর দফতর এই মামলা কলকাতা থেকে দিল্লিতে সরাতে উদ্যোগী হয়। কিন্তু তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কমলনাথ। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। তবে সেখানেও ধাক্কাই খেতে হল তাঁকে। কেন্দ্রীয়ভাবে গোটা বিষয়টি তদন্ত করা পুরোটাই আয়কর দফতরের প্রশাসনিক সিদ্ধান্ত। সেই বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করবে না আদালত।

উল্লেখ্য, আয়কর দফতর যে তল্লাশি অভিযান চালিয়েছিল তাতে মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওএসডি সহ আরও কয়েকজন ঘনিষ্ঠদের বাড়ি ও অফিস থেকে ল্যাপটপ এবং মোবাইলের সূত্র ধরে একাধিক নথি মিলেছিল। আয়কর দফতরের দাবি, ওই চল্লাশি অভিযানের পরের দিনই কমলনাথের এক ঘনিষ্ঠ তাঁর দিল্লির বাড়ি থেকে ২০ কোটি টাকা সর্বভারতীয় কংগ্রেসের অফিসে পাঠিয়েছিলেন। সেই টাকা কংগ্রেস অফিসে জমা পড়ার তথ্য রয়েছে।