বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে নানা উদ্যোগ তৃণমূল শ্রমিক সংগঠনের শিলিগুড়ি বৃহত্তর ই-রিস্কা ইউনিয়নের

বিশ্বকর্মা পুজো উপলক্ষে একাধিক কর্মসূচি আয়োজন করলো তৃণমূল শ্রমিক সংগঠনের শিলিগুড়ি বৃহত্তর ই-রিস্কা ইউনিয়ন। শিল্পকলার দেবতা বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে মঙ্গলবার শহরের একাধিক জায়গার পাশাপাশি বিভিন্ন বাড়ি, গ্যারেজ ও অফিসেও পুজোর আয়োজন করা হয়। তবে পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই একগুচ্ছ সমাজসেবা কর্মসূচির পাশাপাশি কচিকাচাদের নিয়ে বসে আঁকা ও প্রতিযোগিতার পর সংগঠনের সদস্যরা গতকাল মাতে বিশ্বকর্মার আরাধনায়। সারাদিন পুজোর পাশাপাশি চলে প্রসাদ বিতরণ।

সারা বছরটা যাতে বিশ্বকর্মার আশীর্বাদে বছরটা ভালই কাটে সেই প্রার্থনা জানান সংগঠনের সদস্যরা। অন্যদিকে গতকালকের পাশাপাশি বুধবারও বিভিন্ন পাড়ায় গিয়ে দুস্থ পরিবার সহ শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী ও রোগী পরিবারদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের আয়োজন করে সংগঠনের সদস্যরা । এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে সহ বিভিন্ন এলাকা মিলে কয়েক হাজার মানুষের হাতে শিলিগুড়ি বৃহত্তম ইরিস্কা ইউনিয়নের সদস্যরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রসাদ তুলে দেন সকলের হাতে।