গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই সৃষ্টি হয় অশান্তকর পরিস্থিতির, হাওড়া জুড়ে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার।
রাম নবমীতে শিক্ষা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনই আশংকা প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতেও বাংলায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন হবে বাংলায়।
রাজ্য পুলিশকে সাহায্য করতে কেন্দ্রীয় বাহিনীর নামানোর নির্দেশ দেওয়া হচ্ছে। হনুমান জয়ন্তীতে ২ হাজার শোভাযাত্রা বের করার আবেদন জমা পড়েছে। হনুমান জয়ন্তীতে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি ছড়াতে পারে সেই তথ্যও রাজ্য সরকারের কাছে রয়েছে। মিছিলের রুট ঠিক করবে পুলিস। যে সব জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে কোনো রকম মিছিল করা যাবে না।