ইসলামপুর পুরসভার বর্তমান বোর্ডের ১বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার হল ঘরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বিগত বছর গুলিতে যেসমস্ত উপভোক্তা নানান কারনে বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মানের টাকা পায়নি এমন ২৬ জন উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পাওয়ার চিঠি তুলে দিলের পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যন্য কাউন্সিলারেরা।
পুরসভা সূত্রে জানগেছে, মোট ৫১ জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাচ্ছে। এরমধ্যে অনুষ্ঠানে মোট ২৬ জন উপস্থিত হয়েছিল তাই তাদের হাতে এদিন চিঠি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে শহরের সৌন্দর্যায়নের জন্য একাধিক পরিকল্পনার কথাও তিনি জানান আজ।
এদিন কানাইয়ালাল আগরওয়াল জানান, “ইসলামপুর শহরের উন্নয়নে সকলের সহযোগিতা দরকার, আমরা সকলে মিলেমিশে এই শহরকে সাজিয়ে তুলবো।”