মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৌধ স্মারকের উন্মোচন করা হলো আজ

“আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র। তাদের জন্য ভাষা সৌধ নির্মাণ করা হয় বাংলাদেশে। আজ একুশে ফেব্রুয়ারি ইসলামপুর টাউন লাইব্রেরী হল প্রাঙ্গণে ভাষা সৌধ স্মারক এর শুভ উন্মোচন করা হলো। উন্মোচন করলেন ইসলামপুরের মহকুমা শাসক মোঃ আব্দুল সাঈদ,পৌর পিতা কানাইয়ালাল আগারওয়াল,ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেট,সংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থাকা বিশিষ্টজনেরা।

ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগারওয়াল বলেন “আমরা প্রতিবছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি। আজ ভাষা সৌধের নির্মাণ করা হয়েছে তা উন্মোচন করা হলো। আজকের দিনে শপথ গ্রহণ করেছি, প্রত্যেকটি মাতৃভাষাকেই আমরা সম্মান করবো।”