রাজ্যবাসীর সুবিধার্থে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। বর্তমানে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে ভ্যানের মাধ্যমে ডেলিভারি বয়রা সেই গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিয়ে যায়, কিন্তু বদলাবে নিয়ম ।
রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাজ্য সরকার চাইছে গ্যাস সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থের বাড়িতে গ্যাস পৌঁছে দিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নীতি গ্রহণ করা হয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিকাঠামো গঠন করার জন্য।
সিকিউরিটি ডিপোজিট, অ্যাপ্লিকেশন ফি ইত্যাদির জন্য কত টাকা দিতে হবে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে 16 পাতার এই নীতিতে। এই নীতিতে লেখা রয়েছে কীভাবে সমীক্ষা চালানো হবে সেই বিষয়টিও। রাজ্যের পূর্ত দপ্তর দাবি করছে সিলিন্ডারের বদলে পাইপ লাইনের মাধ্যমে যদি বাড়িতে গ্যাস সরবরাহ করা হয় তাহলে বেশ কিছু সুবিধা হবে।