বাংলার মিডডে মিল নিয়ে এবার প্রশংসা কেন্দ্র সরকারের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যের মিডডে মিল নিয়ে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তবে এবার কেন্দ্রেরই আরেক সংস্থা পিএম পোষণ বিভাগ নাকি মিডডে মিল নিয়ে রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ।

এ কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে ব্রাত্য লেখেন, ‘রাজ্যগুলোর মিড-ডে মিল নিয়ে একটি বৈঠকে কেন্দ্রীয় পিএম পোষণ বিভাগ রাজ্যের মিড-ডে মিলের প্রশংসা করেছে। শুধু তা-ই নয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মিড-ডে মিলের জন্য ২০০০ কোটি টাকা অনুমোদনও করেছে। কিছু দিন আগে জয়েন্ট রিভিউ কমিশন রাজ্যের মিড-ডে মিল নিয়ে যে-রিপোর্ট দিয়েছিল, সেটা পুরোপুরি রাজনৈতিক ফায়দা তোলার জন্য। রিভিউ কমিশনের রিপোর্ট ছিল পুরো ভিত্তিহীন।’

তবে বৈঠকে পশ্চিমবঙ্গের মিড-ডে মিল নিয়ে কেন্দ্রের প্রশংসার কথা উঠলেও কেন্দ্রীয় শিক্ষা দফতরের একাংশের দাবি, মিড-ডে মিলের এই প্রশংসায় একজোটে বিভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের কথা পৃথক ভাবে উল্লেখ করা হয়নি।