জীবন যুদ্ধে একের পর এক বড় শারীরিক অসুস্থতার মুখোমুখি ঐন্দ্রিলা

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলশনে রয়েছেন ঐন্দ্রিলা৷

ঐন্দ্রিসার জন্ম ১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি৷ ঐন্দ্রিলা ছিলেন কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী৷ কিন্তু অসুস্থতার কারণে পড়াশোনা শেষ করা হয়ে ওঠেনি তাঁর৷ ২০১৫ সালের ঐন্দ্রিলার জন্মদিনের দিনই জানতে পারেন তিনি মারণরোগে আক্রান্ত৷ তখন তিনি মাত্র একাদশ শ্রেণির ছাত্রী। জানতে পারেন তাঁর অস্থি মজ্জায় ক্যান্সার রোগ বাসা বেঁধেছে। সেই তবে থেকে জীবনের এক নতুন লড়াই শুরু৷

দিল্লিতে গিয়ে রোগের চিকিৎসা শুরু করেন ঐন্দ্রিলা। দিল্লির চিকিৎসকরা ঐন্দ্রিলাকে সময় দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, হাতে আর মাত্র ছ’মাস। কিন্তু টানা দেড় বছর চিকিৎসা করার পর ২০১৬ সালে সুস্থ হয়ে বাড়ি ফেরেন এই ফাইটার৷ তাল কাটল ২০২১-এর ফেব্রুয়ারি মাসে।

ডান দিকের কাঁধে আচমকাই যন্ত্রণা অনুভব করেন ঐন্দ্রিলা। চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন, তাঁর ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার গজিয়ে উঠেছে। আবারও শুরু হয় কেমো৷ সেই লড়াইয়ে ফিরে আসা ঐন্দ্রিলা ফের একবার ঝড়ের মুখে৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে৷ এই খবরে উদ্বেগে গোটা ইন্ডাস্ট্রি৷ শুধু তাঁর ফেরার প্রার্থনা সকলের মনে৷