বিগত কদিন একটু হলেও স্বস্তি পেয়েছিলো মধ্যবিত্তরা৷ কিন্তু ফের আবার আরও মহার্ঘ জ্বালানি৷ ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ এই নিয়ে গত পাঁচ দিনে চতুর্থবার জ্বালানি তেলের দাম বাড়ানো হল৷ লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ সকাল ছটা থেকে নতুন দাম কার্যকর হয়েছে৷
মহামারীর প্রকোপ কিছুটা কমতেই মধ্যবিত্তের হাতে জ্বালানির ছ্যাঁকা৷ উত্তর প্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই ফের দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের। মৃল্য বৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের নতুন দাম হয়েছে যথাক্রমে ৯৮.৬১ এবং ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১০৮.০১ টাকা৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম ৮৪ পয়সা এবং ৮৫ পয়সা বেড়ে যথাক্রমে হয়েছে ১১৩.৩৫ এবং ৯৭.৫৫ টাকা। এর আগে মঙ্গল, বুধ এবং শুক্রবার তিন দিন জ্বালানির দাম বৃদ্ধি করা হয়। প্রতি বারই লিটার প্রতি গড়ে ৮০ পয়সা করে জ্বালানির দাম বাড়ানো হয়েছে।
ভারতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হল জ্বালানির চাহিদা বৃদ্ধি, মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার ওঠানামা, শোধনাগারের খরচ ইত্যাদি। তবে বর্তমানে পেট্রল-ডিজেলের দাম বাড়ার অন্যতম কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে চড়চড়িয়ে৷ এদিকে, চলতি মাসেই একলাফে ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম৷