শীর্ষ আদালতে ঊর্দ্ধমুখী আক্রান্তের সংখ্যা

দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি ওমিক্রন। তার জেরেই দেশে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভাইরাসের প্রকোপ থেকে বাদ যাচ্ছে না কোনও ক্ষেত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, সকলেই সংক্রামিত হচ্ছে। আর দেশের শীর্ষ আদালতে করোনা আক্রান্তের যে সংখ্যা তা ভয় ধরাবে আলাদা করে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ১০ বিচারপতি।

তথ্য বলছে, গত ৯ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন বিচারপতি। এছাড়াও পজিটিভ ন্যুনতম ৪০০ কর্মীও! কর্মীদের করোনা পরীক্ষার পর জানা গিয়েছে, ৩০ শতাংশ কর্মী ইতিমধ্যে আক্রান্ত। তাই স্বাভাবিকভাবে আদালতে দৈনিক কাজে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। আসলে সুপ্রিম কোর্টে মোট ৩২ জন বিচারপতি রয়েছেন। তাদের মধ্যেই ১০ জন আক্রান্ত। যদিও শেষ খবর বলছে, ২ জন সুস্থ হয় এখন কাজে যোগ দিয়েছেন তবে বাকি ৮ জন এখনও চিকিৎসাধীন। এতজন বিচারপতি এবং কর্মী করোনা আক্রান্ত হওয়ায় নতুন করে আদলত চত্বর ও বিল্ডিংগুলি স্যানিটাইজ করা শুরু হয়েছে। নতুন করে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য যথাযথ চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৭৯ লক্ষ ০১ হাজার ২৪১ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৭ হাজার ২০২। এদিকে, দেশের সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় হয়েছে ১৫.১৩ শতাংশ। দেশের সার্বিক সংক্রমণের হার ৫.৩৬ শতাংশ। এদিকে, এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৮ কোটি.৮৮ লক্ষ ৪৭ হাজার ৫৫৪ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৭৬ লক্ষ ৩৫ হাজার ২২৯ ডোজ। এদিকে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৫ লক্ষ ৮৩ হাজার ৩৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন।

Leave a Reply