ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বড়োসড়ো স্বস্তির ফের আবার চিন্তায় চিকিৎসক মহল। আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা টিকা নিয়েছেন ৬১ লক্ষ ১৫ হাজার ৬৯০ জন।

বিশেষজ্ঞরা যখন আশঙ্কা করছেন, শীতের আগেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, তখন দেশের দৈনিক করোনা পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিতে রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। তিনদিন পর দেশের দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও এদিন ফের অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। এদিকে, বুধবারই দেশজুড়ে স্পুটনিকের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের তৃতীয় ডোজের ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই।

এদিকে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গ, জ্বরে আক্রান্ত প্রচুর শিশু। উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ হিসেবে উঠে এসেছে অজানা ভাইরাসের কথা! যে ভাইরাসকে দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে, উদ্বেগ বাড়িয়ে, দক্ষিণবঙ্গেও শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। খাস কলকাতা মেডিক্যাল কলেজেই, জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক।

Leave a Reply