এবার এক ক্লিকেই হাতের মুঠোয় স্বাস্থ্যসাথী কার্ড!

আর স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। আগের নিয়ম অনুযায়ী, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের আবেদন করতে হত। তবে এখন স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া এখন আরও সহজ।

আসুন জেনে নেওয়া যাক কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করবেন? নতুন নিয়ম অনুযায়ী, প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল https://swasthyasathi.gov.in/ – এ যান। তারপর অ্যাপ্লাই অনলাইন – এ ক্লিক করুন। তারপর ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি নম্বর লিখে সাবমিট বোতামে ক্লিক করুন। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। সর্বশেষে সাবমিট বোতামে ক্লিক করুন। স্বাস্থ্যসাথীর জন্য আপনার আবেদনপত্র সম্পূর্ণ হল এইভাবে।