দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভোল বদল করতে চাইছে নতুন দীঘার।
খুব শীঘ্রই নতুন দীঘায় তৈরি করা হবে একটি বড় পার্ক। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেছেন, “প্রশাসন ব্যবস্থা করবে যাতে পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা না হয়। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ওল্ড দীঘার পার্কের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। সেই মতো একটি নতুন পার্ক তৈরি করা হবে নতুন দীঘাতেও। এছাড়াও অবৈধ কাজকর্ম বন্ধ করা হবে।”