ঘটনার পর মাঝে ঘটে গিয়েছে দু বছর, চলছে তদন্ত। ২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৩ জন। এই মামলাতেই তিন তৃণমূল নেতাকে তলব করল NIA। যদিও রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘আমাদের নেতা কর্মীরা যাবে না’।
আগামী বৃহস্পতিবার তাঁদের নিউটাউনের NIA দফতরে তলব করা হয়েছে। এই তিন নেতার নাম হল সুবীর মাইতি, নবকুমার পান্ডা এবং মানব পাড়ুয়া। জানা যাচ্ছে, মামলার তদন্ত করতে একাধিকবার তিনজন তৃণমূল নেতার নাম সামনে আসে। অভিযোগের তীর তাঁদের দিকে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০২২ সালের এই ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তার জেরেই এই প্রাণঘাতী বিস্ফোরণ হয়। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী এবং বিজেপি বুঝে গিয়েছেন আসন্ন নির্বাচনে তাঁরাপরাজিত হবেন। সেই কারণেই NIA-র ‘অপব্যবহার’ করছেন তাঁরা। পূর্ব মেদিনীপুরে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।