লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে নির্বাচন শুরুর আগেই রাজ্য জুড়ে ধুন্ধুমার। নির্দেশ মানা তো দূর, উল্টে আইনের খেলায় মত্ত সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে জেলায় জেলায় ভয়াবহতা যে লাগাতার বাড়ছে সেই কথায় শীলমোহর বসালো বীরভূমের এক ঘটনা।
মুর্শিদাবাদের পর এবার বীরভূমের ময়ুরেশ্বর ২ব্লকের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দুনাগ্রামে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রন্ত হলেন কংগ্রেস প্রার্থীর আত্মীয়রা। ওই প্রার্থীর সিম্বল জমা দিয়ে বিডিও অফিস থেকে ফেরার সময় তাদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। পিটিয়ে প্রায় আধমরা করা হয় তাদের। যার জেরে ঘটনস্থলেই অচেতন হয়ে পড়ে দু’জন।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ময়ূরেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। অন্যদিকে, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস নিজেদের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।