লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঠিক তার আগে জানুয়ারি মাসেই উদ্বোধন করা হবে রামমন্দির, ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এরই মধ্যে নিয়োগ সেরে ফেলতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। অযোধ্যা এলাকায় বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাম মন্দিরের পুরোহিত হতে চাইলে রামানন্দী পরম্পরায় দীক্ষাপ্রাপ্ত হতে হবে। কমপক্ষে ছয় মাস গুরুকুল শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন করতে হবে।
প্রসঙ্গত, রামানন্দী সম্প্রদায় হিন্দুদের মধ্যে অন্যতম বড় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অনুসারীরা ভগবান রামের পুজো করেন। এঁরা বৈষ্ণব মতাবলম্বী এবং গুরু রামানন্দের অনুসারী। যাঁরা প্রবেশিকা পরীক্ষা দিয়ে সফল হয়ে প্রশিক্ষণ নেবেন, তাঁরা প্রতি মাসে ২০০০ টাকা বৃত্তি পাবেন।