ধপে টিকলোনা রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে বিজেপির তরফে করা মামলা। ধাক্কা খেলো রাজ্যের গেরুয়া শিবির, বিনা স্থগিতাদেশের হবে রাজ্যের শাসক শিবিরের সভা। জায়গার দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পয়লা জুন বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে বিজেপি মামলা দায়ের করেছিল। আবেদনকারীর দাবি ছিল যে স্থানে র্যালি করা হচ্ছে সেই জায়গাটা সঠিক নয়। এই অভিযোগ তুলেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। কিন্তু এই মামলায় ধাক্কা খেল বিজেপি।
এদিন বিজেপির করা মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী পয়লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সভা করার ক্ষেত্রে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি। তাই কোনও বাধা রইল না মমতার সভার। মামলার শুনানি পর্বের পর বড় ধাক্কা খেতে হল বিজেপিকে। মামলা চলাকালীন বিজেপির আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে জানিয়েছিলেন, গন্ধেশ্বরী নদীর ধারে যে মাঠে জনসভা হবে, সেখানে নদীর পাড়ের মাটি কেটে জায়গা করা হচ্ছে। এতে নদীর পাড়ের মাটি নষ্ট হচ্ছে। ওখানে বাঁশের কাঠামো করা হচ্ছে। প্রত্যুত্তরে বিচারপতি ভট্টাচার্য বলেন, বাঁশের স্ট্রাকচার তো স্থায়ী নয়।
তিনি আরও জানান, এটা শুকনো নদী। নদীতে যদি জল হয়তো সে একটা কথা ছিল। সেখানে কোনও স্থায়ী স্ট্রাকচার হচ্ছে না। স্থায়ী স্ট্রাকচার হলে নিশ্চই ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে বিজেপি আইনজীবী সুবীর সান্যাল বলেন যে, এখানে জল দূষণ হচ্ছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য তার প্রেক্ষিতে বলেন, জল কোথায়? নদীতে জলই নেই।