দেখা নেই বৃষ্টির

গত মাসে বেশ কিছুটা স্বস্তি দেওয়ার পর রাজ্যজুড়ে আবার বাড়তে শুরু করেছে গরম৷ কথা ছিলো এগিয়ে আসতে পারে বৃষ্টি, ঘোষণা করা হয়েছিল আবহাওয়া দফতরের তরফে৷ কিন্তু কোথায় বৃষ্টি? উল্টে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম৷ ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া দূর অস্ত‌্৷ আগামী কয়েক দিন গরম আরও বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার কোনও লক্ষণই নেই৷ আপাতত আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে একই রকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অস্বস্তি চরমে উঠবে৷ তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, দিল্লি ও সন্নিহিত এলাকায় রয়েছে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস৷ জারি করা হয়েছে কমলা সতর্কতা৷ মধ্যভারতে পরের দু’দিন ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে৷ 

হাঁসফাঁস করা গরম থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গের মানুষের৷ গত ৩ জুন উত্তরবঙ্গে ঢুকেছিল মৌসুমী বায়ু৷ ৩ তারিখের পর থেকে ৬ তারিখ পর্যন্ত তা একই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে৷ মৌসুমী বায়ুর কোনও অগ্রগতি হয়নি৷ আগামী কয়েক দিনেরর মধ্যে অগ্রগতির কোনও সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে না আলিপুর আবহাওয়া দফতর৷ তাই রাজ্যের বাকি অংশে এখনই বর্ষা ঢোকারা কোনও আশা নেই৷ 

তবে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে৷ মহানগরের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে৷ কিন্তু বাতাসে যে অতিরিক্ত জলীয় বাষ্প রয়েছে, সেটাই মূলত সমস্যা তৈরি করছে৷ যার জেরে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সতর্কতাও জারি করা হয়েছে৷ বলা হয়েছে, এই সময়টাই সবচেয়ে বেশি অস্বস্তিকর হবে৷ কারণ একদিকে তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকবে অন্যদিকে রয়েছে ৯০ শতাংশ ছুঁই ছুঁই আপেক্ষিক আদ্রতা৷ জোড়া ফলায় অবস্থা চরমে পৌঁছবে৷

স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ঢুকতে প্রায় ১২ তারিখ হয়ে যায়৷ ফলে বর্ষা আসতে আরও কিছুদিন বাকি রয়েছে৷ উত্তরবঙ্গে সময়ের ৩-৪ দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে৷ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা হবে কিনা, এখনই বলা সম্ভব নয়৷ অন্তত আগামী কয়েকদিন বর্ষা আসার কোনও সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না৷ 

এদিকে উত্তর ভারতে প্রবল তাপপ্রবাহ চলছে৷ দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ শুধু তাই নয়, জম্মু ও হিমাচলপ্রদেশেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে৷ উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে৷ যার পরোক্ষ প্রভাব কিছুটা হলেও পড়ছে এ রাজ্যের উপরে৷ তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে৷

আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।