রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
অনেকেই বলছেন যারা বেআইনিভাবে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্য রেশন তুলছেন তাদের কার্ড বাজেয়াপ্ত হবে। তাবে সরকার বলছে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি যে অযোগ্যদের রেশন কার্ড জমা দিতে হবে। রেশন কার্ড বাতিল সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি।
রেশন কার্ড বিতরণ ও সাবধানের ক্ষেত্রে ২০১৪ সালের নিয়মাবলীই বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে মাঝেমধ্যেই যাচাইকরণ প্রক্রিয়া চলে। সরকারের নির্দেশ অনুযায়ী রেশন কার্ড হোল্ডার যদি প্রয়োজনীয় নথি জমা দিতে না পারেন সে ক্ষেত্রে তার রেশন কার্ড বাতিল হতে পারে।