হয়নি নিয়োগ, আদালতের দারস্থ চাকরিপ্রার্থীরা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার ফের অভিযোগ, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি হকের চাকরি! ৮ চাকরিপ্রার্থীর করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।

২০২০ সালে এসএলএসটির নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ৪৬৫ টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নিয়োগের জন্য ২০২১ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষাও নেওয়া হয়েছিল।

যার মধ্যে নবম এবং দশম শ্রেণির সাঁওতালি মিডিয়ামে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে শূন্যপদের সংখ্যা ছিল ১৯। মামলাকারী শিবরাম সিনহা-সহ ৮ চাকুরীপ্রার্থীর অভিযোগ, নিয়োগের মেধা তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও ও শিক্ষা দফতর তরফে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভেরিফিকেশনও হওয় সত্ত্বেও নিয়োগ হয়নি।