নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

আলিপুরদুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে “চোর ধরো, জেল ভরো” পোস্টার লাগালো DYFI। গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় পোস্টারটি লাগায় DYFI।

উল্লেখ্য, সম্প্রতি চুরির একটি পুরানো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল আলিপুরদুয়ার জেলা আদালত। এরপর তার গ্রেফতারের দাবিতে গতকাল রাতে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শহরের একাধিক এলাকায় তার পোস্টার লাগানো হয়। যেখানে নিশীথ প্রমাণিকের উদ্দেশ্যে লেখা হয় “চোর ধরো, জেল ভরো”।