ঘোষিত হল আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাজ্যে প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পরই সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১৬ থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। জানানো হয়েছে আগামী বছর পরীক্ষা বেলা বারোটায় শুরু হয়ে, চলবে দুপুর ৩:১৫ মিনিট পর্যন্ত। ১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা।

১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়গুলির, ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার, ২০ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা। ২১ ফেব্রুয়ারি ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের, ২২ ফেব্রুয়ারি কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস-এর পরীক্ষা।

২৩ ফেব্রুয়ারি কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির, ২৪ ফেব্রুয়ারি কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক, ফ্রেঞ্জ বিষয়ের পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস বিষয়ের পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্সের, ২৯ ফেব্রুয়ারি স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স এর পরীক্ষা।