তদন্তের কারণে নতুন মোড় রেশন দুর্নীতিতে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার স্টিং কাণ্ডে সিবিআই-র কাছে জমা পড়েছে অভিযোগ। এসব নিয়েই যখন তোলপাড় তার মাঝেই এবার প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির উপর হতে পারে স্টিং অপারেশন।

এমনটাই আশঙ্কা করছেন তমলুকের ক্যান্ডিডেট। অবসরপ্রাপ্ত বিচারপতির আশঙ্কা শুধু তিনি নন, স্ট্রিং ভিডিয়ো প্রকাশ পেতে পারে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারীকে নিয়েও। তবে তমলুকের বিজেপি প্রার্থীর দাবি, যে ভিডিয়োই সামনে আসুক না কেন সেটা ডাহা মিথ্যা।

প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসা প্রসঙ্গে আদালতে চাকরিহারাদের আইনজীবী বলেন, ‘প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। কারণ তিনি ইন্টারভিউতে বলেছেন, তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে। এই বিষয়ে তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক।’ যদিও সেই অভিযোগকে আমল দেন নি প্রধান বিচারপতি।