নিয়ম লঙ্ঘন রুখতে নয়া নিয়ম জারি নবান্ন তরফে

পূর্ব থেকেই নিয়ম জারি থাকলেও লঙ্ঘন করা হয়েছে বার বার। এবার এই নিয়ম লঙ্ঘনকে রুখতে কড়া নির্দেশ। চাই সততার শংসাপত্র, তা না হলে মিলবে না পদোন্নতি! জারি হল এমনই নির্দেশিকা। নবান্ন তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, সততার শংসাপত্র Integrity Clearance Certificate/ Vigilance Clearance জমা না দিলে আটকে যাবে পদোন্নতি। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকার তরফে।

নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যের সকল সরকারি কর্মচারী সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য। তবে এই নিয়ম আজকের নয়, চাকরির শুরু থেকেই প্রত্যেক সরকারি কর্মীকে এই নিয়ম মানতে হবে। এমনই নির্দেশিকা রয়েছে। সার্ভিস লগ বুকেও এই বিষয়ে উল্লেখও রয়েছে।

অভিযোগ, আগে থেকেই সততার শংসাপত্র নিয়ে নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি অফিসার, সরকারি কর্মীদের অনেকেই এই নিয়ম সঠিকভাবে পালন করতেন না। সেই কারণেই ফের নির্দেশিকা জারি করা হয়েছে।