গতকাল অর্থাৎ সোমবার ছিল দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে নতুন নিয়ম। ফোন ধরে আর ‘হ্যালো’ বলতে পারবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। হ্যালোর পরিবর্তে বলতে হবে ‘বন্দে মাতরম’।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকারি কর্মচারীদের জন্য এমনই নতুন নিয়ম চালু করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের নতুন সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার সম্প্রতি জানিয়েছেন বিশেষ এই নিয়মের কথা।
এই প্রসঙ্গে বিবৃতি দিয়ে তিনি জানান, এরপর থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীকে ফোন ধরেই বলতে হবে, ‘বান্দে মাতরম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।’
জানা যাচ্ছে মহারাষ্ট্র সরকারের নতুন এই কর্মসূচি আগামী বছরের ২৬ জানুয়ারি অর্থাৎ ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসের দিন পর্যন্ত চলবে। স্বাধীনতার ৭৫তম পূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের সরকারি কর্মীদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী।
এই প্রসঙ্গে আগামী ১৮ আগস্ট মহারাষ্ট্র সরকারের তরফ থেকে একটি লিখিত নির্দেশিকাও জারি করা হবে বলে জানানো হয়েছে। এই নতুন নিয়ম ভারতবাসীকে দেশপ্রেম সম্পর্কে উদ্ভুদ্ধ করতে বিশেষভাবে সহায়ক।
সে কথা মাথায় রেখেই মহারাষ্ট্র সরকার এই নতুন ‘বন্দে মাতরম’ কর্মসূচির ডাক দিয়েছে বলে খবর। সরকারের কথায়, বান্দে মাতরম এই শব্দ ধ্বনি ৭৫ বছর আগেও যেমন ভারতবাসীকে উদ্বুদ্ধ করত এখনো তা দেশের ছাত্রযুবাদের একইভাবে প্রেরণা যোগায়। আর তাই সরকারি কর্মচারীদের মাধ্যমে এই ধ্বনিকে নতুন করে উজ্জীবিত করে তোলার পরিকল্পনা করেছে মহারাষ্ট্র সরকার।