বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আবারো রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় হয়ে ওঠেছে কলকাতা হাইকোর্ট।
এবার রুল জারি হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার প্রসঙ্গ উঠতেই রুল জারি করেছে কোর্ট। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা।
আর আইপিএস রাজার থাকার সময়ই আদালত অবমাননার অভিযোগ সামনে আসে। এতে বিপাকে পড়ে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। আদালত অবমাননা জারি করার কারণে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট।