বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি থেকে পঞ্চায়েত ভোট, পুর দুর্নীতি, বহু জনস্বার্থ মামলাতেও রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। ওদিকে সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে মমতা সরকারের।
এই ‘টালমাটাল’ আবহেই সম্প্রতি পদত্যাগ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেলারেল অর্থাৎ রাজ্যের প্রধান আইনী পরামর্শদাতা। বদল করা হয়েছে কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারি আইনজীবীকে। এরই মধ্যে এবার নতুন করে ২৩ আইন আধিকারিককে নিয়োগ করল রাজ্য।
ফৌজদারি, পুর ও জমি আইনে পারদর্শী আইনি পরামর্শদাতাকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজ্যে সরকারের অন্য দফতরে থাকা আইন-আধিকারিকদের মধ্যে থেকে বদলি এবং ডেপুটেশনের ভিত্তিতে এই ২৩ জন ল-অফিসারকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।