তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প এনেছে।
এই প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে প্রতিদিন ৩০০ টাকা রোজগার করতে পারেন। রাজ্যের মহিলাদের দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে থাকবে চাকরির সুযোগ। এই প্রকল্পের নাম দিয়েছে সেবা সখী প্রকল্প। বয়স্ক বা শয্যাসায়ী ব্যক্তিদের যত্ন নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে সেবা সখী প্রকল্পে।
রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে ২০ থেকে ৪০ জন মহিলাকে নিয়োগ করা হবে। ‘সেবা সখী’ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত মহিলাদের সাধারণ চিকিৎসা যেমন ড্রেসিং করার পদ্ধতি, ব্যান্ডেজ করা, রক্তচাপ পরীক্ষা করা, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের চিকিৎসা ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে।