শিক্ষামন্ত্রীর তরফে নতুন পরিকল্পনা

কিছু বদল আসতে পারে শিক্ষা ব্যবস্থায়, চলছে পরিকল্পনা পর্ব নতুন বদল নিয়ে৷ নতুন ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে, বিদ্যালয়ের সাথে সরাসরি যুক্ত হতে পারে কমিশন৷ শিক্ষা কমিশনের মাথায় থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতি৷ এমনই সূত্র মারফত খবর৷ ফি বৃদ্ধি সহ স্কুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ জানানো যাবে এই কমিশনের কাছে৷ অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করবে কমিশন৷ সূত্রের খবর, শিক্ষা কমিশন নিয়ে সবুজ সংকেত দিয়েছে নবান্ন৷ তবে বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ 

বিভিন্ন বেসরকারি স্কুলের দোরগোড়ায় বিক্ষোভ হচ্ছে৷ অভিযোগ, যে সকল অভিভাবক বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কথা শুনছে না স্কুল কর্তৃপক্ষ৷ এর ফলে অসন্তোষের সৃষ্টি হচ্ছে৷ এই পরিস্থিতিতে সরকারের কাছে বহু অভিভাবক ও সাধারণ মানুষ আবেদন জানিয়েছে যে, বেসরকারি স্কুলগুলির উপর নজরদারি চালানোর জন্য সরকারের একটি নিয়ন্ত্রণ থাকা জরুরি৷ যাতে তাঁদের কথাও শোনা হয়৷ সরকার সেই মতোই কমিশন তৈরির পরিকল্পনা নিয়েছে৷ যার শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি৷ এই কমিশনের কাছে বেসরকারি স্কুল সংক্রান্ত যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা৷ অভিযোগ খতিয়ে দেখে রায় দেবে কমিশন৷ 

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা হয়নি৷ বিষয়টি ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে৷ খুব শীঘ্রই এই বিষয়ে জানানো হবে৷’’ প্রসঙ্গত, স্কুল খোলা থেকে ফি বৃদ্ধি, ফি দিতে না পারায় মার্কশিট আটকে রাখার মতো একাধিক অভিযোগ রয়েছে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে৷ এই সকল অভিযোগ অভিভাবকদের কাছ থেকে সরকারের কাছে এসেছে৷ এই বিষয়ে সরকার সরাসরি হস্তক্ষেপ না করে কমিশন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷