নতুন নির্দেশ, বাড়ানো হলো কাজের সময়

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সম্প্রতি সরকারি কর্মীদের কথা মাথায় রেখে নয়া পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র।

এদিকে সেপ্টেম্বরেই ফের একবার ডিএ বাড়বে বলে জানা যাচ্ছে। তবে এত সব ভালোর মধ্যেই এবার সরকারি কর্মীদের জন্য শুরু কড়াকড়ি। এবার বাংলায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নয়া নিয়ম চালু করছে মোদী সরকার। এবার বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ানো হচ্ছে। নাইন তো ফাইভ নয়, ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত।

জিএসটি, ইনকাম ট্যাক্স, কাস্টমস থেকে শুরু করে রাজ্যের সকল কেন্দ্রীয় সরকারি অফিসই এখন থেকে এই নিয়ম মানতে হবে। উল্লেখ্য, এই নিয়ম শুধু এরাজ্যের জন্যই প্রযোগ্য। ডিউটি সময় বাড়ায় এবার থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত খোলা থাকবে রাজ্যের কেন্দ্রীয় সরকারি অফিসগুলি।