সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন করেছে কেন্দ্রীয় তদন্ত্রকারী সংস্থা সিবিআই।
তবে পলিগ্রাফ টেস্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আর এক্ষেত্রে সম্মতির প্রয়োজন হয় অভিযুক্তের। এই পলিগ্রাফ টেস্ট নিয়ে শিয়ালদার ACJM-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
তবে শুধু সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায় নয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সিবিআই-এর তরফ থেকে পলিগ্রাফ টেস্ট করানোর দাবি জানানো হয়েছে আরও পাঁচজনের। তাদের মধ্যে রয়েছেন ওইদিন রাতে আরজিকরে আরও যে চারজন চিকিৎসক পড়ুয়া ছিলেন তারাও।