রাজ্যবাসীর কথা মাথায় রেখে বড় পরিবর্তন করতে চলেছে সরকার। এমনকি পশ্চিমবঙ্গেরও প্রায় ১০ কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে, বহুক্ষেত্রেই দেখা যায়, নাম, পদবী থেকে শুরু করে আরোও নানা ছোটখাটো ভুল থেকে যায় রেশন কার্ডে। আর তার জেরেই নানান সমস্যার মুখোমুখি হতে হয় আমজনতাকে।
এই সব সমস্যা সমাধানের জন্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নয়া উদ্যোগ নেওয়া হল। খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের তরফে লঞ্চ করা হল নতুন একটি অ্যাপ। এই নতুন অ্যাপটির মাধ্যমে ছোটখাটো ভুলগুলি সংশোধন করা যাবে বলেই জানা গিয়েছে। এই অ্যাপটির নাম হল ‘খাদ্য সাথী আমার রেশন’।
এই অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহকদের পাশাপাশি কৃষকেরাও নানান সুবিধা পাবেন। গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশনটি। ভুল সংশোধন ছাড়াও এই অ্যাপের মধ্য দিয়ে নতুন রেশন কার্ডের আবেদন স্থিতি, প্রাপ্ত রেশনের পরিমাণ, নতুন রেশন কার্ডের আবেদন ইত্যাদি কাজও সেরে ফেলে নেওয়া যাবে।