অভিভাবকদের কথা মাথায় রেখে নেওয়া হলো নতুন উদ্যোগ। স্কুলের পড়াশুনা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা, অনেক কিছু নিয়েই অভিভাবকদের মনে অনেক প্রশ্ন থাকে। কোনও কোনও সময় তা সম্পর্কে তারা জানতে পারেন, কিন্তু বেশিরভাগ সময়ই কিছুই জানান হয় না অভিভাবকদের। এদিকে আবার স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা, জটিলতা। এরই মধ্যেই বড়সড় ‘হাতিয়ার’ পেয়ে গেলেন অভিভাবকরা। স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য তারা এবার নিমেষেই জেনে যাবেন। জানেন কী ভাবে?
তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) এই সুবিধা পেয়ে যাচ্ছেন অভিভাবকরা। স্কুলের প্রশাসন কেমন চলছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এ বার জানতে পারবেন এর মাধ্যমে। স্কুল শিক্ষা কমিশন সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, স্কুলের ভিতরের বিভিন্ন তথ্য এবার থেকে অভিভাবকদের জানাতে বাধ্য স্কুল কর্তৃপক্ষ। স্কুলের কোন ভবন নির্মাণে কত টাকা লেগেছে, কোন শিক্ষক সময় মতো আসছেন না, বা কখন আসছেন, এই সব কিছুই এখন থেকে অভিভাবকরা তথ্য জানার অধিকার আইনে জানতে পারবেন। এছাড়াও স্কুল নিয়ে তাদের কোনও অভিযোগ থাকলে তাও তারা সরাসরি জানাতে পারেন। এতদিন স্কুল পরিচালনা বা প্রশাসনিক বিষয় নিয়ে কোনও অভিযোগ থাকলে অভিভাবকদের কথা শুনত না স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এখন থেকে সেটি আর করা যাবে না।
এদিকে নিয়োগ সংক্রান্ত স্বচ্ছতা সম্পর্কেও অবগত থাকতে পারবেন অভিভাবকরা। কারণ কোনও স্কুলে কত শূন্যপদ রয়েছে, তাও তারা এই আইন মারফৎ জানতে পারবেন। এমনকি এই সুযোগ দ্বারা স্কুলে বদলি নিতে চাওয়া শিক্ষকরাও সমস্ত তথ্য হাতে পেয়ে যাবেন। এক কথায়, স্কুল কর্তৃপক্ষ কোনও বিষয়ের প্রশ্ন আর এড়িয়ে যেতে পারবে না।