নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ছাব্বিশের ভোটে বড় ইস্যু হতে চলেছে ‘ভুতুড়ে ভোটার’। এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ থেকেই ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরেই তৃণমূল ভবনে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটির সদস্যরা। বৈঠকে দলের সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন জেলা সভাপতি এবং জেলা চেয়ারপার্সনরা।

এই ইস্যুকে সামনে রেখেই আগামী ১৫ মার্চ বেলা ৪টে ভার্চুয়াল কনফারেন্স করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। তার আগে আজ তৃণমূল ভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে নেওয়া হয়েছে ২ টি কড়া সিদ্ধান্ত। এই বৈঠকে খুব স্পষ্ট করে জানানো হয়েছে ভুতুড়ে ভোটার ধরায় ‘কোনও ফাঁকিবাজি’ চলবে না।