রাজ্যের পরিবহণ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস। প্রতিদিন রাজ্যের অধিকাংশ মানুষ বাসের উপর নির্ভরশীল। তবে পশ্চিমবঙ্গে সরকারি বাস কম থাকায় অধিকাংশ মানুষকে ভরসা করতে হয় বেসরকারি বাসের উপর। সেক্ষেত্রে যাত্রীদের টিকিট কাটার সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।
এবার এই সমস্যা মেটাতে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালু হওয়া QR পেমেন্ট সিস্টেম, বাসেও শুরু করার উদ্যোগ নিয়েছে। বাসে টিকিট বুক করার সময় QR ভিত্তিক পেমেন্টের জন্য বাস সংগঠনগুলি আলোচনা চালিয়েছে একটি সংস্থার সাথে।
তৈরি করা হবে একটি অ্যাপ যা ডাউনলোড করতে হবে যাত্রীদের মোবাইলে। সেই অ্যাপে বাস নম্বর ও কোথা থেকে কোথায় যাচ্ছেন, এই তথ্য দিলেই দেখিয়ে দেবে ভাড়া। এরপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করলেই ফোনে আসা মেসেজ কন্ডাক্টারকে দেখিয়ে দিলেই টিকিট কাটা থেকে মুক্তি।