শিক্ষার্থীদের সুবিধার্থে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

শিক্ষা ব্যবস্থার নিয়মে সামান্য বদল করা হলো রাজ্য সরকারের তরফে, শিক্ষার্থীদের সুবিধার্থেই এই নয়া উদ্যোগ। আর ইচ্ছেমত স্কুলে ভর্তি করা যাবেনা বাচ্চাদের। স্কুল পড়ুয়াদের জন্য সময় বেঁধে দিল শিক্ষা দফতর, এক নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার।

আগামী শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে এই নিয়মই লাগু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই নিয়ম মেনে স্কুলে ভর্তি করা হলে খুদেরা সঠিক সময়ে সঠিক শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। প্রথম শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৬ থেকে ৭ বছর। দ্বিতীয় শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৭ থেকে ৮ বছর।

তৃতীয় শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৮ থেকে ৯ বছর। চতুর্থ শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৯ থেকে ১০ বছর। পঞ্চম শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ১০ থেকে ১১বছর। ষষ্ঠ শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ১১ থেকে ১২ বছর। সপ্তম শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ১২ থেকে ১৩ বছর। অষ্টম শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ১৩ থেকে ১৪ বছর।