করোনা সংক্রমণের বিরুদ্ধে রুখে দাড়াতে করা অভিনব উদ্যোগ নিলো গুজরাত সরকার৷ করোনার টিকা নেওয়ার যোগ্য৷ কিন্তু এখনও টিকা নেননি৷ এমন ব্যক্তিরা আর সরকারি পরিবহণের সুবিধা পাবেন না৷ এমনই সিদ্ধান্ত নিল সরকার৷ আজ থেকেই লাগু হবে এই ব্যবস্থা৷ সরকারি বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ না নিলে আমদাবাদ পুরনিগম পরিবহণ পরিষেবার সুযোগ মিলবে না৷
গুজরাত সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ তাতে বলা হয়েছে, ১৮ ঊর্ধ্ব যাঁরা এখনও প্রথম বা দ্বিতীয় ডোজের টিকা নেননি, তাঁরা কাঁকারিয়া চিড়িয়াখানা, কাঁকারিয়া লেকফ্রন্ট এবং সবরমতী লেকফ্রন্টে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি বলা হয়েছে, ‘লাইব্রেরি, সুইমিং পুল, আমদবাদ পুরনিগম স্পোর্টস কমপ্লেক্স, শহরের নাগরিক কেন্দ্র এবং পুরনিগমের যে কোনও ভবনে প্রবেশের আগে করোনাভাইরাস টিকাকরণের শংসাপত্র পরীক্ষা করে দেখা হবে।’
সারা দেশে টিকাকরণ ১০০ কোটি পেরিয়ে গিয়েছে৷ কিন্তু এখনও বহু মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটুকুও নেননি৷ বুধবার গুজরাতে ৪.০৯ লাখ করোনা টিকা দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ৭.২৮ কোটি ডোজ প্রদান করেছে রাজ্য সরকার। যদিও স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেলের দাবি, ভাবনগর, সুরাত, গান্ধীনগর, জুনাগড় এবং রাজকোটের প্রত্যেক নাগরিক ইতিমধ্যে করোনা টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। আমদাবাদ, তাপি এবং মাহিসাগরও ১০০ শতাংশ প্রথম ডোজ হয়ে গিয়েছে৷ সবমিলিয়ে ১৬,০০০-এর বেশি গ্রাম এবং পাঁচটি পুরনিগম ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে৷