বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য জারি হলো নয়া নির্দেশিকা

নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের ছবি ফিরছে আবার আগের জায়গায়। বাড়ছে করোনা, বাড়ছে ওমিক্রন। বিদেশ ফেরত অনেকেই দেশে এসে করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। অন্যদিকে আবার নতুন গাইডলাইন জারি করা হয়েছে আইসোলেশনের জন্য। কিন্তু বিদেশ থেকে এসে যাতে কেউ সংক্রমণ ছড়াতে না পারেন তার জন্য পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে ভারতে এলেই বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিন, স্পষ্ট নির্দেশ কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানান হয়েছে এমনটাই। আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ জানুয়ারি থেকে নয়া নিয়ম কার্যকর হবে।

সম্প্রতি করোনার বেশি ঝুঁকি রয়েছে এমন অনেক দেশের থেকে আসা বিমান পরিষেবা বন্ধ করেছে ভারত সরকার। তাছাড়াও ‘ঝুঁকিতে থাকা দেশগুলি’ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক কোভিড পরীক্ষার নিয়ম করা হয়েছে। তাতেও পঞ্জাবে ইটালি থেকে বিমানে আসা ১২৫ জন পজিটিভ হয়েছিলেন। তাই আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না মোদী সরকার। তারও আগে আইসোলেশনের সময় ১৪ দিন থেকে ৭ দিন করার একটা চেষ্টা করা হয়েছিল।

কোভিডের প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, তখন হাতে ভ্যাকসিন ছিল না৷ দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা বিরোধী লড়াইয়ে অস্ত্র হিসাবে চলে এসেছিল ভ্যাকসিন৷ প্রথম দফায় সংক্রমণের পর ভারতের বিরাট সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সেই সঙ্গে অধিকাংশ মানুষই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলেছেন। ফলে সংক্রমিত হলেও আক্রন্ত ব্যক্তির শারীরে উপসর্গ ছিল অনেকটাই কম। পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে আজ দেশের সংক্রমণ ১ লক্ষ পার করে ফেলেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন৷ যা গতকালের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। গত বছর জুন মাসে দৈনিক এক লক্ষ আক্রান্তের গন্ডি পেরিয়েছিল দেশ। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন।

Leave a Reply