নয়া তথ্য, রুক্ষ মঙ্গলে গভীর সমুদ্র ছিল

দীর্ঘ সময় ধরে মঙ্গল নিয়ে একাধিক গবেষণা চলছে। আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে অবশ্যই রয়েছে লাল গ্রহ৷ মঙ্গলের কথা বলতে গেলেই সবার আগে চোখে ভেসে ওঠে এর লাল রং আর রুক্ষ মাটি৷ আমেরিকান স্পেস এজেন্সি জানাচ্ছে, অত্যন্ত শীতল মঙ্গলের গড় তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি ফারেনহাইট৷ যা হিমাঙ্কের তাপমাত্রার চেয়ে অনেকটাই কম। তবে সাম্প্রতি জানা গিয়েছে, ৪.৫ বিলিয়ন বছর আগে এই মঙ্গল গ্রহেই ৩০০ মিটার পর্যন্ত গভীর সমুদ্র ছিল।

চলতি মাসের ১৭ তারিখ কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে৷ যেখানে বলা হয়েছে, মঙ্গলে ছিল সমুদ্রের উপস্থিতি৷ সেন্টার ফর স্টার অ্যান্ড প্ল্যানেট ফরমেশনের প্রফেসর মার্টিন বিজারো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “সেই সময় মঙ্গল গ্রহে বরফে ভরপুর গ্রহাণুর বর্ষণ হয়েছিল। এই ঘটনাটি গ্রহের বিবর্তনের প্রথম ১০০ মিলিয়ন বছরের মধ্যে ঘটেছিল। আর একটি আকর্ষণীয় বিষয় হল, এই গ্রহাণুগুলি জৈব অণুও বহন করে যা জীবনের জন্য জৈবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সর্বশেষ গবেষণার দেখা গিয়েছে, লাল গ্রহে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন মহাসাগরগুলি কমপক্ষে ৩০০ মিটার গভীর ছিল। মার্টিন বিজারোর কথায়, মঙ্গলের মহাসাগরগুলি এক কিলোমিটার পর্যন্ত গভীরতায় পৌঁছেছিল। তিনি এও বলেন, সেই সময় পৃথিবীর বুকেও হয়তো এত জল ছিল না। নতুন এই গবেষণার পর বিজ্ঞানীদের হাতে আরও দৃঢ় প্রমাণ চলে এল যে, পৃথিবীর অনেক আগে মঙ্গল গ্রহে প্রাণের উদ্ভবের জন্য সঠিক অবস্থা ছিল।