তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। তবে বিগত কিছুদিন ধরে একাধিক প্রকল্পের টাকা উধাও হওয়ার খবর সামনে এসেছে। পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার ১০০০০ টাকা আসল প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে চলে যাচ্ছে সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে।
এবার রাজ্য তরফে জানানো হল সোমবারের মধ্যেই রাজ্যের ৮৫ জন পড়ুয়ার অ্যাকাউন্টে প্রবেশ করতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। সিআইআই-তে এডুকেশন সামিটের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব বিনোদ কুমার।
তিনি বলেন, “সমস্ত বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ রকম ঘটনা বাঞ্ছনীয় নয়। আগামী সোমবারের মধ্যে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে।’ কিভাবে একের পর এক পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে সেই নিয়ে তদন্ত চলছে।