নয়া ঘোষণা রেল কতৃপক্ষের তরফে, এবার থেকে আরও সুরক্ষিত হবে বন্দে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। এই পরিস্থিতিতে এবার নতুন ডিজাইনের ইঞ্জিন থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে।

এরোডায়নামিক ভাবে পুরানো WAP-5 রেল ইঞ্জিনকে এবার পরিবর্তন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এর এই নতুন অত্যাধুনিক ইঞ্জিন। জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস সম্প্রতি এমনটাই জানিয়েছেন।

নতুন এই ইঞ্জিন তৈরি হলে বিমানের মতো ব্ল্যাকবক্স সুরক্ষা থাকবে বন্দে ভারতে। ঘন্টায় ১৩০ কিলোমিটার গতি হবে গেরুয়া ও সাদা রঙের এই নতুন ডিজাইনের বন্দে ভারতের। ২৪টি কামরা নিয়ে দুটি করে ইঞ্জিন বন্দে ভারতের সামনে ও পিছনে থাকবে। এটিকেই বলা হয় পুসপুল সিস্টেম। এছাড়াও লোকো পাইলটের সাথে স্টেশনের কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের ঘাটতি হলে অটোমেটিক ব্রেক লেগে যাবে ইঞ্জিনে।