পরিবর্তিত নিয়ম নিয়ে মেট্রোর তরফে নয়া ঘোষণা

এবার বাড়বে খরচ, বড় পরিবর্তন আসতে চলেছে মেট্রোর নিয়মে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নতুন স্মার্ট কার্ড করার ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে যাত্রীদের। মূলত, এতদিন যাবৎ নতুন স্মার্ট কার্ড কেনার ক্ষেত্রে যাত্রীদের খরচ করতে হত ১২০ টাকা।

যার মধ্যে এই কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা। পাশাপাশি বাকি অর্থের সঙ্গে মেট্রোর তরফে দেওয়া ১০ শতাংশ ভাড়া হিসেবে ব্যবহার করতে পারতেন যাত্রীরা। কিন্তু এবার জানা গিয়েছে, এবার স্মার্ট কার্ডের জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। অর্থাৎ, আগের তুলনায় ৩০ টাকা বেশি দিতে হবে।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, অনেক সময় দেখা গেছে যে, ১২০ টাকা দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের খুচরোর সমস্যা হয়। ঠিক তেমনই খুচরো ফেরত দিতেও সমস্যা হয় মেট্রো কর্তৃপক্ষেরও। আর ওই সমস্যাকে দূর করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পাশাপাশি, জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই লাগু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম।