বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। অপেক্ষা আর মাসখানেকের। মহালয়া আসতে আর একমাসও বাকি নেই। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় সুখবর।
অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা। জানানো হয়েছে, এতদিন অবধি সরকারি কর্মীদেরা ১৭টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো। হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তাঁরা।
স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাঁদের দিত সরকার। তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হল। সরকারের এই সিদ্ধান্তের ফলে অগুনতি সরকারি কর্মচারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।