ভাঙড়ে শান্তিপূর্ণ ভাবেই ভোট চান নওশাদ- শওকত

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে ভাঙরে। এলাকাবাসীদের অভিযোগ এই অশান্তির ঘটনাগুলি ঘটেছে শওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকীর মধ্যে সংঘাতের ফলে।

ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। আবার এই এলাকারই বিধায়ক নওশাদ সিদ্দিকী। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর এক হিংসার ঘটনা ঘটতে থাকে গোটা এলাকা জুড়ে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্বয়ং যান ঘটনাস্থলে।

এই পরিস্থিতিতে, ভাঙরের কি পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে? নওশাদ সিদ্দিকীকে এই প্রশ্ন করা হলে,মুখে হাসি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শওকত মোল্লাকে দেখিয়ে নওশাদ বলেন, “বড় দাদা আছেন। আশা করব বড় দাদা হিসেবে উনি আমাকে গাইড করবেন।” একই প্রশ্ন শওকত মোল্লাকে করা হলে তার জবাব, “আমি বলবো নওশাদকে, বেশি গন্ডগোল যেন না হয় ভাঙরে।”