কেদারনাথে শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন করলেন নমো

দীপাবলির দিন জম্মুর সেনা জওয়ানদের সাথে থাকার পর কেদারনাথের পথে যাত্রা করলেন প্রধানমন্ত্রী।    কেদারনাথে পুজো দিলেন নরেন্দ্র মোদী৷ আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করার পর মূর্তির সামনে বসে প্রার্থনাও করেন মোদী৷ ১২ ফুটের এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দেরাদুন বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী বিমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঝামি এবং রাজ্যপাল তথা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। দেরাদুন বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কেদারনাথ মন্দিরের পৌঁছন নমো৷ কেদারনাথ মন্দিরের বিভিন্ন সংস্কারমূলক কাজের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। মন্দির সংস্কারের বিভিন্ন ভিডিয়ো দেখানো হয় নমোকে। এর পর মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে বিশেষ রুদ্রাভিষেক পুজো করেন প্রধানমন্ত্রী। এর পরেই আদি গুরু শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন করেন।

এদিন ৪০০ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন নমো। কেদারপুরী নির্মাণ কাজের উদ্বোধন করেন। এদিন মন্দাকিনী নদী তীরের কেদারনাথ ধামের বিভিন্ন দিক পরিদর্শন করার কথাও রয়েছে তাঁর৷ এছাড়াও ২০১৩ সালের বন্যায় কেদারনাথে ক্ষতিগ্রস্ত হওয়া শঙ্করাচার্যের সমাধির পুর্ননির্মাণের কাজেরও শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply