বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সামনেই আন্তর্জাতিক নারী দিবস। আর ওই দিনই এরাজ্যের মায়েদের বোনদের সাথে জুড়তে চান প্রধানমন্ত্রী মোদী।
আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারাসতে সভা রয়েছে তার। মঞ্চ থেকে তুলে ধরবেন সন্দেশখালির মহিলাদের দুঃখ দুর্দশার কথা। এমনকি সেখানে উপস্থিত থাকতে পারেন কয়েকজন নির্যাতিতা। এর আগে বারাসতের সভাটি হওয়ার কথা ছিল 6 মার্চ।
এরপরই জানা যায়, আগামী 1 মার্চ আরামবাগ, 2 মার্চ কৃষ্ণনগর এবং 8 মার্চ মহাশিবরাত্রির দিন বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি এই সভার নাম দিয়েছে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’। শুরুর দিকে 6 মার্চ দিন ঠিক করা হয়, কিন্তু সন্দেশখালির দুর্দশার কথা তুলে ধরতে আন্তর্জাতিক নারী দিবসের দিনটাকেই বেছে নেয় বিজেপি।