বদল আসছে, এই বদলের ইঙ্গিত পূর্বেই মিলেছিল প্রধানমন্ত্রীর তরফে৷ পাল্টে যেতে চলেছে চিরাচরিত দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম৷ গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, যে এবার থেকে এই রাস্তা পরিচিতি পাবে কর্তব্য পথ নামে।
সূত্রের খবর, নাম বদল সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আজ মঙ্গলবার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ঔপনিবেশিক মানসিকা থেকে বেরিয়ে আসার সময় এসেছে৷
ব্রিটিশ আমলের নাম পাল্টে ফেলার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মতোই এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লেনের নতুন নামাকরণ করা হচ্ছে। নয়া পথের নাম হবে কর্তব্য পথ৷
লালকেল্লা থেকেই নমো বলেছিলেন, ২০৪৭ সালের মধ্যে হাতে হাত মিলিয়ে প্রচুর দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি নৌসেনার পতাকায় পরিবর্তন এনে সেই বার্তাই দিয়েছেন৷ নৌসেনার পতাকায় থাকা ব্রিটিশ আমলের চিহ্ন সেন্ট জর্জ ক্রসের বদলে স্থান পেয়েছে মারাঠা বীর ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’।
জানা গিয়েছে, নেতাজির স্ট্যাচু থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গোটা রাস্তার নাম বদলে করা হবে ‘কর্তব্য পথ’। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের নামও পাল্টানো হয়েছে৷ রেস কোর্স রোড থেকে লোক কল্যাণ মার্গ।