কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে আজ রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করলো কোচবিহার পৌরসভার কর্মচারী এবং তৃণমূলকর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ পৌর কর্মচারী এবং তৃণমূল কর্মীরা কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও এই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার পৌরসভায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্মচারীরা।
পৌর কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করায় বহিরাগতদের নিয়ে এসে মিছিল করে এলাকাবাসীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ তুললেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে কর্মবিরতি করলে রাজ্য সরকার তাদের নোটিশ পাঠায়। সেই জায়গায় পৌরসভার কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তাদের সমর্থন করছে এটা দ্বিচারিতা।