হাওড়া ছাড়া বাকি চার জায়গায় পুরসভা ভোট

সম্প্রতি কলকাতা পুরসভা ভোট সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভা ভোট নিয়ে চলছে বিতর্ক। বিতর্কের মাঝে পড়ে সেই হচ্ছে না হাওড়ার পুরসভা নির্বাচন। কিন্তু বাকি ৪ পুরসভায় ভোট কবে, তা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আজ সাংবাদিক বৈঠক করে জানান হয়েছে, বাকি ৪ পুরনিগমে ভোট ২২ জানুয়ারি, এবং ফল ঘোষণা হবে ২৫ তারিখ। তবে নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে রাজ্যপাল হাওড়া বিলে সই করলে আগামী ২২ জানুয়ারিই ভোট হতে পারে সেখানে। তবে হাওড়ায় পুরভোট না হলেও ভোট হবে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুরনিগমে।

এদিন আরও জানান হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চার পুরনিগমে ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। মঙ্গলবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু হচ্ছে। নির্বাচন কমিশনার স্পষ্ট করেছেন যে রাজ্যের সঙ্গে আলোচনা করেই ভোটের দিন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, সব বুথে সিসিটিভি থাকবে ও জেলাশাসক এবং পুলিশ কমিশনার নিয়ে আগামী ৪ জানুয়ারী তিনি বৈঠক করবেন। যদিও এখনও কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply